সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা, রাজভবন থেকে জারি হেল্পলাইন নম্বর


A person looking to the side


সন্দেশখালিতে নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে নিখোঁজ তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার শনিবার জানান, শিবুপ্রসাদ হাজরাকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে এবং এফআইআরে ধর্ষণের অভিযোগ যুক্ত করা হয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রাজভবনের তরফে একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।


সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য ও জাতীয় স্তরে রাজনৈতিক ঝড় অব্যাহত। বিরোধী দল ও ক্ষমতাসীন দল দোষারোপের খেলায় লিপ্ত। এদিকে, শুক্রবার বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদের গ্রামে যেতে বাধা দেওয়া হয়। 

সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যের ডিজিপি রাজীব কুমার বলেছেন, ম্যাজিস্ট্রেটের সামনে এক মহিলা জবানবন্দি দিয়েছেন। আমরা এটাকে মামলার সঙ্গে যুক্ত করেছি। আমরা সব অপরাধীকে বিচারের আওতায় আনব, তারা যেই হোক না কেন। আমরা এলাকাভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করব এবং দু-একদিনের মধ্যে ১৪৪ ধারা তুলে দেব।

সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা এখনও খুব একটা আত্মবিশ্বাসী নই, তবে অন্তত বাংলার পুলিশ এই ঘটনা মেনে নিয়েছে। সমস্যা শুধু সন্দেশখালিতেই নয়, গোটা বাংলায়। এ সবই চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ও নির্দেশনায়। তিনি এই অপরাধীদের সমর্থন এবং অনুপ্রেরণা দিচ্ছেন কারণ এটি সবই একটি দেওয়া এবং নেওয়ার নীতি। 

শনিবার নাজাত থানা এলাকা থেকে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়। তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। বস্তুত, সম্প্রতি সন্দেশখালির ঘটনায় পুলিশ গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করেছে। মামলায় নাম রয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার ও তৃণমূল নেতা শিবপ্রসাদের। খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়েছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার বলেছেন, দুর্দশাগ্রস্ত সন্দেশখালির যে মহিলারা বাড়িতে অসুরক্ষিত বোধ করেন তাদের জন্য রাজভবনের দরজা খোলা। নিজেকে সন্দেশখালির ভাই বলে মনে করা রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষতিগ্রস্তদের রক্ষার জন্য তার ক্ষমতার মধ্যে সবকিছু করার অঙ্গীকার করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির "নির্যাতিত" মহিলারা রাজভবনে আশ্রয় নিতে পারেন, যেখানে তাদের আশ্রয়, খাদ্য ও সুরক্ষা দেওয়া হবে।


তিনি বলেন, "রাজভবনের দরজা দুঃখিত মহিলাদের জন্য খোলা, যাঁরা এখানে এসে থাকতে পারেন। আমরা তাদের আশ্রয়, খাদ্য ও নিরাপত্তা দেব। রাজ্যপাল জানিয়েছেন, যে মহিলারা হুমকি বা আতঙ্ক অনুভব করছেন তাঁরা ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন করে রাজভবনের পিস রুমে গিয়ে অভিযোগ জানাতে পারেন। 

দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, 'আমাদের শান্তিকক্ষ সব সময় খোলা এবং সন্দেশখালির যে কোনো ভুক্তভোগী ফোন করে অভিযোগ জানাতে পারেন।