পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে পারলো না দিনহাটা সাহেবগঞ্জের আরিফ 

Ha exam


দিনহাটা

সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা দিতে পারলো না এক পরীক্ষার্থী। শুক্রবার দুপুর বারোটা দশ মিনিট নাগাদ এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। প্রসঙ্গত আজ শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা। সকাল নয়টা ৪৫ মিনিটে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এই পরীক্ষা।



এদিন দুপুর বারোটা দশ মিনিট নাগাদ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পৌঁছায় খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আরিফ হোসেন। তবে দুই ঘণ্টা পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পৌঁছালে সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে অনুমতি না দেয়ায়, অবশেষে সেই পরীক্ষার্থী আরিফ হোসেন পরীক্ষা দিতে পারলো না। যদিও পরীক্ষার্থীর অভিভাবক জানান যে আরিফ অসুস্থ থাকায় তাকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। তবে তাদের কাছে চিকিৎসার কোনরকম কাগজপত্র না থাকায় পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত পরীক্ষকরা।



এই বিষয়ে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন ফোন মাধ্যমে জানান যে পরীক্ষার্থী আরিফের কাছে চিকিৎসার কোনরকম কাগজপত্র ছিল না এবং সে দু'ঘণ্টা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে তাই তাকে আমরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতে পারিনি।