সন্দেশখালির ছায়া দিনহাটায়! চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, অভিযোগ উড়িয়ে কটাক্ষ উদয়নের

Udyan Guha


পিঠে খাওয়ার অজুহাতে রাত বারোটায় তৃনমুল পার্টি অফিসে বিজেপি নেত্রীকে ডাকার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগের তীর সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে। শুধু তিনিই নয় দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর এবং দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ বিজেপি নেত্রীর।



কোচবিহার জেলা বিজেপির নেত্রী অর্পিতা নারায়ণ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আর সেই ভিডিও দেখে মুহূর্তে শোরগোল পড়ে যায় কোচবিহার রাজনীতিতে। ভিডিওতে দেখা যায় এক মহিলা নিজেকে হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা দাবি করে মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল নেতা বিশু ধর এবং দীপক ভট্টাচার্যের নাম করে রাত বারোটার সময় তাদের দলীয় পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকে বলেই অভিযোগ করেন। সেই সাথে আরো নানান ধরনের ইঙ্গিত দেয় বলেও অভিযোগ। কিন্তু মহিলা সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলেও অভিযোগ।




যদিও মহিলার অভিযোগকে হেসে উড়িয়ে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদায়ন গুহ জানান তৃণমূল কংগ্রেসের এতটাই দুরবস্থা আসেনি যে পিঠে খাওয়ানোর জন্য বাড়ির মহিলাদেরকে না বলে অন্য বাড়ির মহিলাকে রাত বারোটার সময় পার্টি অফিসে ডাকবে। বিজেপিকে কটাক্ষ করে মন্ত্রী বলেন বিজেপি এতটাই নিচে নেমে গেছে যে সন্দেশখালীর মত ইস্যুকে সামনে রেখে গোটা বাংলায় এসব ছড়িয়ে দিতে চাচ্ছে আর সেটা দিয়েই তারা ভোট বৈতরণী পার হতে যাচ্ছে। উদয়ন গুহ আরও বলেন রাত বারোটা তো দূরের কথা তিনি এবং বাকি তৃণমূল নেতারা রাত নটার মধ্যেই সমস্ত কর্মসূচি সেরে বাড়িতে ফেরেন। একই সাথে যে মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই মহিলা তাকে কোনদিন সামনাসামনি দেখেছে কিনা সে বিষয়েও সরাসরি চ্যালেঞ্জ ছুরে দেন উদয়ন গুহ।