HS Question Education 2024: উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্ন একনজরে 

HS Question Education 2024


১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। আজ ছিল বিষয়ের পরীক্ষা চলুন দেখা নেওয়া যাক প্রশ্ন: 


বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।


(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)


1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

(i) শিখনের শেষ স্তর হলো

(a) আনার্জন

(b) পুনরুদ্রেক

(c) ধারণ বা সংরক্ষণ

(d) প্রত্যভিজ্ঞা।

(ii) 'g' উপাদান প্রয়োজন হয়

(a) কেবলমাত্র শিক্ষামূলক কাজে

(b) কেবলমাত্র গাণিতিক কাজে

(c) সব ধরনের কাজে

(d) কোনো কোনো কাজে।

(iii) 'বহুউপাদান' তত্ত্বের প্রবক্তা হলেন

(a) থর্নডাইক

(b) থার্স্টোন

(c) স্পীয়ারম্যান

(d) কোলার।

(iv) R-type অনুবর্তনটির নামকরণ করেছেন

(a) স্কিনার

(b) প্যাভলভ

(c) ঘর্নডাইক

(d) ভার্নন।

(v) 'প্রচেষ্টা ও ভুল' শিখন তত্ত্বের প্রবক্তা হলেন

(a) প্যাভলভ

(b) স্কিনার

(c) থর্নডাইক

(d) কক্কা।

(vi) অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলতঃ সম্ভব হয়

(a) অনুশীলনের দ্বারা

(b) বুদ্ধির দ্বারা

(c) অনুবর্তনের দ্বারা

(d) মনোযোগের দ্বারা।

(vii) (10-14)-এর শ্রেণি ব্যবধান হলো

(a) 4

(b) 5

(c) 6

(d) এদের কোনোটিই নয়।

(viii) রাশিবিজ্ঞানে ''Sigma" চিহ্নটি -কে প্রকাশ করে।

(a) যোগফল

(b) ভাগফল

(c) গুগফল

(d) বিয়োগফল।

(ix) 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির গড় হলো

(a) 12

(b) 13

(c) 14

(d) 16

(x) ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?

(a) 16 নং ধারা

(b) 46 নং ধারা।

(c) 45 নং ধারা

(d) 28 নং ধারা।

(xi) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো

(a) ভারতীয় শিক্ষা কমিশন

(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

(c) মাধ্যমিক শিক্ষা কমিশন

(d) হান্টার কমিশন।

(xii) মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল?

(a) 1948 সালে

(b) 1949 সালে

(c) 1953 সালে

(d) 1952 সালে।

(xiii) ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

(a) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান

(b) ডঃ ডি. এস. কোঠারী

(c) জে. পি. নায়েক

(d) শ্রী অনাথ নাথ বসু।

(xiv) 'স্বশাসিত মহাবিদ্যালয়ের' কথা নিম্নলিখিত কোন্ কমিশন / কমিটিতে বলা হয়েছে ?

(a) রাধাকৃষ্ণান কমিশন

(b) রামমূর্তি কমিটি

(c) জাতীয় শিক্ষানীতি, 1986

(d) কোঠারী কমিশন।

(xv) নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ ?

(a) অপারেশন ব্ল্যাকবোর্ড

(b) +2 স্তর

(c) গ্রামীণ বিশ্ববিদ্যালয়

(d) সহুমুখী বিদ্যালয়।

(xvi) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো

(a) UGC

(b) CABE

(C) AICTE

(d) NOTE

(xvii) 'প্রোগ্রাম অব্ অ্যাশন' কত সালে গঠিত হয়?

(a) 1986 সালে

(b) 1992 সালে

(c) 1990 সালে।

(d) 1985 সালে।

(xviii) 'কমন স্কুল'-এর কথা উল্লেখ করা হয়েছে

(a) রাধাকৃষ্ণান কমিশনে

(b) মুদালিয়ার কমিশনে

(c) কোঠারী কমিশনে

(d) রামমূর্তি কমিটিতে।

(xix) ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়

(a) 15 ই এপ্রিল

(b) 15 ই মার্চ

(c) 10 ই মার্চ

(d) 3 রা ডিসেম্বর।

xx) শিক্ষায় 'স্ক্রিন রিভার' যন্ত্র ব্যবহৃত হয়

(a) দৃষ্টিহীন শিশুদের জন্য

(b) মূক ও বধির শিশুদের জন্য

(c) মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য

(d) অনগ্রসর শ্রেণির শিশুদের জন্য।

(xxi) বয়স্ক শিক্ষাকে 'সামাজিক শিক্ষা' বলে অভিহিত করেন

(a) এ. পি. জে. আব্দুল কালাম

(b) মৌলানা আবুল কালাম আজাদ

(c) রাজেন্দ্র প্রসাদ

(d) সর্বপল্লী রাধাকৃষ্ণান।

(xxii) 'Delors কমিশন' গঠিত হয়

(a) 1996 সালে

(b) 1896 সালে

(c) 1993 সালে

(d) 1998 সালে।

(xxiii) কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো

(a) ROM

(b) CAL

(c) RAM

(d) CAI

(xxiv) একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো

(a) অডিও ক্যাসেট

(b) দূরদর্শন

(c) রেডিও

(d) টেলিফোন।


(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)


2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

(1) পরিনমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা

মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ করো।

(ii) স্পীয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে 'S' factor কী?

(iii) অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো?

অথবা

গেস্টাল্ট কথাটির অর্থ কী?

(iv) রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্ন স্কোর কত হবে?

(V) যখন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 14, তখন তার ট্যালি চিহ্ন উল্লেখ করো।

অথবা

আয়তলেখ (Histogram) আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণিব্যবধানের কোথায় স্থাপন করতে হয়?

(xii) প্রাথমিক শিক্ষায় অপচয় বলতে কি বোঝো?

(xiii) DIET-এর পূর্ণরূপটি লেখো।

অথবা

NLM-এর পূর্ণরূপটি লেখো।

(xiv) ডাকার সম্মেলনের বিষয় কি ছিলো ?

অথবা

IGNOU-এর পূর্ণরূপটি লেখো।

(xv) দূর শিক্ষা কী?

অথবা

'ট্রেজার উইদিন'-এর অর্থ কী?

(xvi) CAL-এর পূর্ণরূপটি লেখো।

অথবা

LED-এর পূর্ণরূপটি লেখো।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)


3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

(a) বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার যে-কোনো দুটি লক্ষ্য আলোচনা করো।

(b) মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো।


4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

(a) 'কর্মের জন্য শিক্ষা'-এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 

(b) কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো।


5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

(a) মনোযোগ বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো।

(চ) প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো।

(c) গড় (Mean) কাকে বলে? নিম্নলিখিত পরিসংখ্যা বণ্টনটির গড় নির্ণয় করো:

Education Questions


6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষাগুলি আলোচনা করো। 

(b) মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারী কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো।। 

(c) কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো।