বসছে সিট নম্বর, সেজে উঠছে বিদ্যালয়, আগামীকাল মাধ্যমিক

madhyamik


বসছে সিট নম্বর। সেজে উঠছে বিদ্যালয়। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা। আর তার আগেই প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে।থাকছে ছাত্র ছাত্রী দের জন্য আপৎকালীন সুবিধা।


আগামীকাল 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা থেকে ছাত্র ছাত্রীদের সংখ্যা প্রায় 26 হাজার। পরীক্ষা  চলবে 12ই  ফেব্রুয়ারি পর্যন্ত।  


জলপাইগুড়ি জেলার থেকে প্রায় 26000 ছাত্র ও ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যার মধ্যে ছাত্র রয়েছে প্রায় দশ হাজার পাঁচশো। আর ছাত্রী রয়েছে প্রায় ১৫ হাজার। মোট ভেনু থাকছে 97 টি। যার মধ্যে মেন সেন্টার ২১ টি ও সাব সেন্টার থাকছে ৭৬ টি। 


গতবারের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী বেড়েছে। এ বছরও সিসি ক্যামেরা সহ যে ধরনের নিয়ম  ছিল সেগুলোই থাকছে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে। থাকছে চিকিৎসা পরিষেবাও।