রাজ্যের সাথে সাথে দিনহাটা থানাতেও বিক্ষোভ অবস্থান করলো সিপিআই (এম)

cpim



সন্দেশখালি কান্ডে শেখ শাজাহান ও শিবুকে কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সাথে সাথে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই দাবিতে আজ গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটা থানাতেও বিক্ষোভ অবস্থান করলো সিপিআই (এম)।

আজ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে একটি মিছিল বের হয়ে দিনহাটা থানার সামনে পৌঁছায় তারপর সেখানে বিক্ষোভ দেখান সিপিআই (এম) নেতা কর্মীরা।

অবস্থান বিক্ষোভ বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন অবিলম্বে সন্দেশখালি তে শান্তি ফিরিয়ে আনতে হবে ও মা বোন সহ সকলের নিরাপত্তা দিতে হবে।তাদের বক্তব্য এলাকায় যারা দীর্ঘদিন থেকে সন্ত্রাস করে আসছে যাদের বিরুদ্ধে এলাকার মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ সেইসব তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেফতার না করে সেই এলাকার আন্দোলনকারীদের ও ওই এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে। অবিলম্বে সেই সব দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপদ সর্দারকে মুক্তি দিতে হবে।

আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সিপিআই (এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,তারাপদ বর্মন,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,সুজাতা চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।