মঙ্গলবার আর বন্ধ নয় বক্সা, পাল্টে যাচ্ছে নিয়ম
পর্যটকদের জন্য বক্সার জঙ্গলে সাপ্তাহিক বন্ধের দিন বদলে যাচ্ছে এবার। ১ এপ্রিল থেকে নয়া নির্দেশ কার্যকর হবে।
বন দপ্তর সুত্রে জানা গেছে ২০২৩ সালের মার্চ মাসের এক নির্দেশ অনুসারে প্রতি সপ্তাহে মঙ্গলবার করে পর্যটকদের জন্য বন্ধ রাখা হতো বক্সার জঙ্গল।
![]() |
file photo |
এরফলে প্যাকেজ ট্যুরে যারা উত্তরের নিবিড় অরণ্যে ঘুরতে আসতো তাদের বেশ সমস্যায় পড়তে হতো। অনেকে রবিবার ছুটি দেখে ঘুরতে আসতো দুই একদিনের জন্য। এদিকে মঙ্গলবার বন্ধ থাকায় সমস্যায় পড়তে হতো বলে পর্যটন ব্যবসায়ীরাও দাবী তুলেছিলেন। কারন জলদাপাড়া জাতীয় উদ্যান প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে। ফলে পাশাপাশি দুটি পর্যটন কেন্দ্র সপ্তাহের আলাদা দুইদিন বন্ধ থাকায় বেশ সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ী সহ সকলের।
![]() |
file photo |
সম্প্রতি বন দপ্তর একটি নির্দেশে জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে মঙ্গলবারের বদলে বৃহস্পতিবার করে পর্যটকদের জন্য বন্ধ থাকবে উত্তরের এই জঙ্গল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবিকান্ত ঝা বলেছেন, “উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই জঙ্গল বন্ধের দিন বদল করা হয়েছে।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊