দিনহাটায় তৃণমূলের প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এক'শ দিনের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। এ বিষয়ে প্রচার চালানোর সময় সেই প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে উঠল দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকা। ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে দিনহাটা- কোচবিহার সড়কের ভেটাগুড়ির মহাকাল ধাম এলাকায় পথ অবরোধ শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ওই ঘটনায় একজন তৃণমূল কর্মী আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। এদিনের এই পথ অবরোধে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তৃণমূলের দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর, ভেটাগুড়ি অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার প্রমুখ। পাশাপাশি ভেটাগুরি বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিকের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এক'শ দিনের প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুরের ঘটনায় অভিযোগে তির বিজেপির দিকে। যদিও বিজেপির তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘন্টা দেড়েক অবরোধ চলার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নির্দেশে অবরোধ তুলে দেওয়া হয়। এরপর ভেটাগুড়িতে মিছিল করে তৃণমূল কংগ্রেস।
ঘটনার বিবরণের জানা গিয়েছে, এদিন দুপুরে দিনহাটায় ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায় এক'শ দিনের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়ে দিবে, এই মর্মে তৃণমূলের একটি প্রচার চলছিল। সেই প্রচার চালানোর সময় একদল যুবক সেই গাড়ি থামায় এবং গাড়ি ভাঙচুরের পাশাপাশি মাইক ভাঙচুর করে। ফলে ওই সময় নরেশ বর্মন নামে এক তৃণমূল কর্মী আহত হয়। তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।
এদিকে তৃণমূলের প্রচারের গাড়ি ভাঙচুরের খবর পেয়ে আশপাশ এলাকার তৃণমূলের কর্মী- সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা দিনহাটা- কোচবিহার সড়কের ভেটাগুড়ির মহাকাল ধাম এলাকায় পথ অবরোধ শুরু করে। অবরোধে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। অবরোধের খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে উদয়ন গুহর মধ্যস্থতায় ঘন্টা দেড়েক পর অবরোধ উঠে যায়।
এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস চলছে ভেটাগুড়ি এলাকায়। এই এলাকায় দীর্ঘদিন ধরেই এই সন্ত্রাস চলছে। ভোটের সময় এলেই এলাকার কিছু যুবককে বিজেপির ঝান্ডা ধরিয়ে দিয়ে তাদের লেলিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। কেন্দ্রীয় মন্ত্রীর মদতেই এক'শ দিনের প্রচারের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্য সরকার এক'শ দিনের বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে, সেই প্রচারের গাড়ি ভাঙচুর করেছে বিজেপি গুন্ডারা। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা পুলিশের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। মানুষের অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে দেওয়া হল।
যদিও এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক সুশীল সরকার বলেন, তৃণমূলের প্রচারের গাড়ি ভাঙচুরের সঙ্গে বিজেপির কোন কর্মী জড়িত নেই। ওরা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। শান্ত ভেটাগুড়িকে নতুন করে অশান্ত করার চেষ্টা করছে।
এদিকে ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊