লোকসভার আগে নয়া দণ্ডসংহিতা আইন নিয়ে বড়সড় ঘোষনা কেন্দ্রের 

New laws in India


সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দলগুলি যেমন ঘুঁটি সাজাতে শুরু করেছে তেমনি জাতীয় নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। এই পরিস্থিতিতে নতুন প্রণীত আইন - ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় সাক্ষ্য আইন (the Bharatiya Nyaya Sanhita, the Bharatiya Nagarik Suraksha Sanhita, and the Bharatiya Sakshya Act) নিয়ে বড় ঘোষনা। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে সংশোধন আইন ১ জুলাই থেকে কার্যকর হবে৷



গত বছর ২১শে ডিসেম্বর এই তিন আইন পার্লামেন্টে পাশ হয় এরপর ২৫শএ ডিসেম্বর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতি জানান। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি (CrPC) বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন।



কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা তিনটি অভিন্ন বিজ্ঞপ্তি অনুসারে, নতুন আইনের বিধানগুলি 1 জুলাই থেকে কার্যকর হবে।

আইনগুলি যথাক্রমে ঔপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধির কোড এবং 1872 সালের ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে।



তিনটি আইনের লক্ষ্য বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং তাদের শাস্তির মাধ্যমে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে সংশোধন করা।



এই তিন বিল নিয়ে একযোগে আপত্তি জানিয়েছে বিরোধীরা। ইন্ডিয়া জোটের তরফেও বিরোধীতা করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতায় সরব হয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। মোদি (Narendra Modi) সরকার বলছে, ভোট মেটার পর কার্যকর হবে এই বিতর্কিত আইন।