Big Breaking News: মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা
এই মুহূর্তে সব থেকে বড় খবর মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা করলো বোর্ড। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষনা হল।
The West Bengal Madrasah Service Commission একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 7th State Level Selection Test (A.T.) এর টেট পরীক্ষা ও নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের 7th State Level Test (A.T.) মেনে পরীক্ষার তারিখ ঘোষনা করেছে। আগামী ২৮শে জানুয়ারি প্রথম থেকে চতুর্থ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা এবং আগামী ৩রা মার্চ নবম-দশমে এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ পরীক্ষা সারা রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম থেকে চতুর্থ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের টেট 7th State Level Selection Test (A.T.) ২৮শে জানুয়ারি ১০টা থেকে ১২টা এবং ২টা ৩০ থেকে ৫টা পর্যন্ত চলবে মাধ্যমিক পাশাপাশি নবম-দশমে ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের 7th State Level Test (A.T.) মেনে পরীক্ষা ৩রা মার্চ ১০টা থেকে ১২টা এবং ২টা ৩০ থেকে ৫টা পর্যন্ত চলবে ।
আরও জানানো হয়েছে, প্রথম থেকে চতুর্থ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের টেট 7th State Level Selection Test (A.T.) পরীক্ষার জন্য ২৩শে জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট www.wbmsc.com থেকে ডাউনলোড করা যাবে।
পাশাপাশি আরও জানানো হয়েছে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষক নিয়োগ টেটে যারা আবেদনের সময় ডিএলএড - যোগ্যতা দেখায়নি তাঁদেরকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ই জানুয়ারির মধ্যে আপডেট করতে হবে। পাশাপাশি জানানো হয়েছে ১১ই আগস্ট ২০২৩ এ সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএড ছাড়া পরীক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারবেন না সেই নির্দেশ অনুসরন করেই এই নির্দেশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊