Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

sports


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) সাহেবগঞ্জ গ্রাম পঞ্চয়েত স্তরের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার বেলা দশটায় সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ অঞ্চলের মোট ২২ টি বিদ্যালয় এই খেলায় অংশ নেয়। মোট ৩৪ টি ইভেন্টে বয়স অনুয়ায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট তিনটি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এতে অংশ নেয়।

প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগিত ও প্রতিযোগিনীরা অংশ নেবে।

Sahebganj Village Panchayat Level Annual Sports Competition


আজ দিনহাটা তিন নং চক্র সম্পদ কেন্দ্রের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের স্তরের প্রাথমিক বিদ্যালয় গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবহাওয়া অনুকূল না হওয়া সত্ত্বেও শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।

এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন জানান " সকলের উপস্থিতি ও সহযোগিতায় খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করি। "

খেলা কমিটির কনভেনার জানান মজিদ শেখ জানান " আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি।"

আজকের এই খেলায় সর্বাধিক পুরস্কার পেয়ে গর্ভডাঙ্গা জগবন্ধু ধাম প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্স হয় বিবেকানন্দ এ পি বিদ্যালয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code