রায়সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ


দিনহাটা: 

বুড়িরহাটে ফ্লেক্সে থাকা রায়সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ। শুক্রবার দুপুর দুটো নাগাদ এই বিষয়ে রায়সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপন কমিটির সদস্য আব্দুল সাত্তার অভিযোগ করে বলেন গতকাল সন্ধ্যায় পঞ্চানন বিদ্বেষী দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে। এ ধরনের ঘটনা ধিক্কার জানাই। কারণ রাজবংশী জাতির জনক যাকে আমরা বলে থাকি সেই রায়সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ফ্লেক্সে থাকা ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এটা ন্যাক্কার জনক ঘটনা।


তিনি আরও বলেন, বুড়িরহাটে রায়সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপন হচ্ছে। এই মহান কর্মযজ্ঞে যারা ব্যাঘাত ঘটাতে চাচ্ছে তারা রাজবংশী বিরোধী, হিন্দিভাষী সংস্কৃতি কে আপন করেছে। কিন্তু রায়সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার শুধু উত্তরবঙ্গ নয় ,উত্তরপূর্ব ভারতের রাজবংশী সম্প্রদায়ের মানুষকে সমাজে প্রতিষ্ঠিত এবং এগিয়ে নিয়ে যেতে তার ভূমিকা উল্লেখযোগ্য। তাই তার ছবি ছিঁড়ে ফেলা আমাদের কাছে অসম্মানের ও দুঃখের।
\


আব্দুল সাত্তার আরও বলেন, এত বছর পর যখন বুড়িরহাটের মতো এলাকায় একজন মনীষীর ব্রোঞ্জ মূর্তি স্থাপিত হচ্ছে সেখানে কিছু মানুষের সহ্য হচ্ছে না। সেই কারণেই তারা ছবি ছিঁড়ে দিয়ে একটা অশান্তি পাকানোর সৃষ্টি করছে। যদিও আমরা তা সফল করতে দেবোনা।