Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nitish Kumar: ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

Nitish Kumar: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

Nitish Kumar


বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। সকাল ইস্তফা দিয়ে বিকেলে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। ১০ বছরে ৫ বার 'ডিগবাজি' জেডি(ইউ) প্রধানের। নীতীশকে 'গিরগিটি', 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের।


আজ সকালেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপর সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে নীতিশ কুমারের (Nitish Kumar Resigns)। কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়করা পৌঁছান। বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার।



ক্ষমতার রাজনীতিতে চিরকালীন শত্রু-মিত্র বলে কিছু হয় না তা আরও একবার প্রমাণ করে দিলেন নীতিশ কুমার। কিছুদিন আগেই কংগ্রেস-সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর INDIA জোটে যুক্ত ছিল নীতিশের দল। কিন্তু এবার বিজেপির সাথে জোট বাঁধল নীতিশ। আরজেডি ও কংগ্রেসের জোট ছেড়ে বিকেলে বিজেপির সমর্থনে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। লোকসভা ভোটের আগে নীতীশের এই ভোলবদল তথা রঙবদলকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code