Manipur: ফের উত্তপ্ত মণিপুর , হামলার শিকার হচ্ছে সেনাবাহিনী 

Manipur: ফের উত্তপ্ত মণিপুর , হামলার শিকার হচ্ছে সেনাবাহিনী
photo credit: reuters

মণিপুরে ফের সহিংস ঘটনা বেড়েছে। এসব ঘটনার পেছনে মিয়ানমারভিত্তিক সন্ত্রাসীদের হাত থাকতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। যদিও সরকারের কাছে তাদের দাবির সত্যতা নিশ্চিত করার মতো কোনো প্রমাণ নেই। বৃহস্পতিবার মণিপুরে গুলিতে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। বুধবারও পুলিশ কমান্ডোদের ওপর হামলা হয়, যাতে দুই কমান্ডো প্রাণ হারায়।

বৃহস্পতিবার মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, একদিন আগে কুকি জঙ্গিরা তিনটি ভিন্ন এলাকায় অবস্থিত কমান্ডো পোস্টে গুলি চালায়। নিচের অংশে কমান্ডো মোতায়েন রয়েছে। সন্ত্রাসীরা উঁচু জায়গা থেকে গুলি চালাচ্ছে। কমান্ডোরা এখন পর্যন্ত নীরব ছিল। তারা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে। তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উচ্চতর এলাকায় কমান্ডো মোতায়েন করা হবে। সিং সম্মেলনে আশংকা প্রকাশ করেছেন যে পিডিএফ সহ মিয়ানমারের কিছু সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করতে পারে। এখন রাষ্ট্রীয় বাহিনীও প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই।

বৃহস্পতিবার নিহত গ্রামবাসীদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইম্ফলের রিমস হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের পর রাজ্যের দক্ষিণাঞ্চলের নিংথোখং বাজারে উত্তেজনা তৈরি হয়। বিপুল সংখ্যক মানুষ, যাদের অধিকাংশই নারী, বিচারের দাবিতে বিক্ষোভ করে।