বকেয়া নিয়ে কেন্দ্রকে ডেডলাইন, ধরনায় বসার হুঁশিয়ারি মমতার 

Mamata Banerjee


বকেয়া নিয়ে এবার কেন্দ্রকে সময় বেঁধে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১লা ফেব্রুয়ারির মধ্যে বকেয়া না মেটালে ধরনায় বসার কথা বললেন তিনি। বকেয়ার মেটানোর দাবিতে রেড রোডে দুদিনের ধরনা দিয়েছিলেন তিনি। এবার ফের একবার ধরনার হুঁশিয়ারি দিয়ে রাখলেন।



উত্তরবঙ্গ সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১ তারিখ (ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করব। সাতদিন সময় দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও।” মমতার হুঁশিয়ারি, “মানুষ ঘর পাবে না. কাজের পারিশ্রমিক পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে, আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব।” মুখ্যমন্ত্রীর কথায়, “১০০ দিনের কাজের টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধরনায় বসব।”



তবে মুখ্যমন্ত্রীর এই ধর্না দিল্লী নাকি কলকাতায় হবে তার অবশ্য স্পষ্ট নয়। এর আগে দুদিন ধর্না করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বকেয়ার মেটানোর দাবিতে রেড রোডে দুদিনের ধরনা দিয়েছিলেন তিনি।