Mohammad Shami: 'জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি', অর্জুন সম্মান পেলেন শামি
অর্জুন পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। গত বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ডানহাতি পেসার মহম্মদ শামি যে অর্জুন পুরস্কার পাচ্ছেন তা আগেই জানা গিয়েছিল। আজ রাষ্ট্রপতি ভবনে তাঁকে সেই সম্মানে সম্মানিত করা হল। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে এই সম্মান পান শামি।
২০২৩ সালের ক্রীড়া পুরস্কারের মধ্যে অন্যতম অর্জুন পুরস্কার পেলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা পেসার। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক্স সম্মান, চার বছর মেয়াদে ভালো পারফরম্যান্স, নেতৃত্ব, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলার চেতনার জন্য এই পুরস্কার দেওয়া হয়।
দেশের জার্সিতে দীর্ঘ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছিলেন বাংলার অভিজ্ঞ এই পেসার। গত ওয়ান ডে বিশ্বকাপে মোট ২৪ উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম দিকে সুযোগ না পেলেও সুযোগ পেতেই নিজেকে মেলে ধরেন শামি। এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক শামি। এছাড়াও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি। গোটা বছরে খেলেছেন মাচ্র ১৯ ম্যাচ। তাঁর উইকেট সংখ্যা ৪৩। তিনিই তালিকায় শীর্ষে ছিলেন।
পুরস্কার পাওয়ার পর বাংলার অভিজ্ঞ পেসার বলেন, ''এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের বড় প্রাপ্তিগুলির মধ্যে একটি। ছোট বেলা থেকে অনেক ক্রীড়াবিদকে এই পুরস্কার পেতে দেখেছি। এই পুরস্কার আমাকে আগামি দিনে আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে।''
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊