Madhyamik Exam 2024: জলের বোতল থেকে ওয়ালেট, আর কি কি নিষিদ্ধ মাধ্যমিকে
২রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। কড়া নিরাপত্তা ও প্রশ্নফাস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে বোর্ড। জানা যাচ্ছে জলের বোতল থেকে ওয়ালেট একাধিক বস্তু পরীক্ষা সেন্টারে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।
Madhyamik Exam 2024: মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিও (এসওপি) প্রকাশ হয়েছে। আর সেই অনুযায়ী, বই, নোটসের মতো কোনও রকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা, ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
তবে জলের বোতল নিয়ে প্রবেশে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তেমনি প্রতিটি সেন্টারের প্রতিটি রুমে জলের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। প্রশ্নফাঁস থেকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া থাকবে পর্ষদ। যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এবছর সময় এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষার। আগে বেলা ১২টা থেকে শুরু হত পরীক্ষা (Madhyamik Exam 2024)। এবছর সকাল ৯টা ৪৫ থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। সকাল ৯টা ৪৫ থেকে শুরু, চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার্থী প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সকাল ৮টার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৮টা ৩০ থেকে সেন্টারে প্রবেশ অনুমতি পাবে পরীক্ষার্থীরা। ৯টা ৪৫-এ পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ। ৯টা ৫৫-য় বিতরণ হবে উত্তরপত্র। ১০টা থেকে লেখা শুরু। চলবে ১টা পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊