Breaking News: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর, পাল্টে গেল সময়


Students



সামনেই মাধ্যমিক পরীক্ষা। হাতে গোনা আর কয়েকটা দিন আর তারপরেই উচ্চ মাধ্যমিক। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল বোর্ডের। আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুই পরীক্ষার সময় পরিবর্তন করার ঘোষণা দিল বোর্ড।



মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। আগে সকাল ১১.৪৫ মিনিট শুরু হত মাধ্যমিক পরীক্ষা আর তার বদলে এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টার সময় আর এখন এর পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে শুরু হবে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন।


Breaking News: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর, পাল্টে গেল সময়

২রা ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। ইতিমধ্যে সুষ্ঠু ভাবে পরীক্ষা নিতে একাধিক পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রশ্ন ফাঁস রুখতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে কড়া পদক্ষেপও।  

Breaking News: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর, পাল্টে গেল সময়


সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর সময় পিছোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    তবে সময় এগোনোর এই সিদ্ধান্তে একাধিক শিক্ষক সংগঠন বিভিন্ন সমস্যা তৈরি হবে বলে পুনরায় সময় পরিবর্তনের দাবী তুলেছেন।