ফের সন্দেশখালিতে ইডি, কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে শেখ শাহজাহানের বাড়ি
ফের সন্দেশখালিতে ইডি। গত ৫ জানুয়ারি রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের (Sekh Shahjahan) বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েন ইডির পাঁচ আধিকারিক। আজকে ১০০'র উপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে সাতসকালে শেখ শাহজাহানের বাড়ি পৌঁছে গেছে ইডি।
শাহজাহানের (Sekh Shahjahan) বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও।
আজ তালা ভেঙ্গে বাড়িতে ঢুকতে হয়েছে ইডিকে। সকাল পৌনে আটটা নাগাদ শেখ শাহজাহানের (Sekh Shahjahan) বাড়িতে ঢোকেন ইডির ছ’জন আধিকারিক। ছ’জন ইডির আধিকারিকের পাশাপাশি তাদের তরফে তিন জন সাক্ষীকেও আনা হয়েছে। সাক্ষী হিসাবে রয়েছেন দু’জন স্থানীয় বাসিন্দা। সম্পূর্ণ তল্লাশি পর্ব তাঁদের উপস্থিতিতেই চলবে।
ইডির সঙ্গে রয়েছে তাদের নিজস্ব ভিডিয়োগ্রাফার। তল্লাশির পুরো প্রক্রিয়াটি ভিডিয়ো করে রাখা হবে। পুলিশও তল্লাশি প্রক্রিয়াটি ভিডিয়ো করতে চায় বলে জানানো হলে ইডি তা মানা করে দেয়। ইডির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, দরকারে তাদের করা ভিডিয়ো নিতে পারবে পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊