Ekalavya Medha Anweshan 2023: একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর ফলাফল নিয়ে বিজ্ঞপ্তি জারি
একলব্য রেফারিড জার্নালের গবেষক গোষ্ঠীর তত্বাবধানে একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায় বাংলা মাধ্যমের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২০১৯ সাল থেকে শুরু হয় একলব্য মেধা অন্বেষণ । করোনার কারনে পর পর তিন বছর বন্ধ থাকবার পর ২০২৩ সালে পুনরায় শুরু হয় এই পরীক্ষা। একদম নতুনভাবে নতুন উদ্যোমে আবারো শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহন বিগত বছরের থেকে বৃদ্ধি পেয়েছে।
১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলে পরীক্ষা পর্ব। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা তত্বাবধায়কদের সুন্দর ভূমিকায় নির্বিঘ্নে পরীক্ষা পর্ব সম্পন্ন হয়।
পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান- "একলব্য মেধা অন্বেষণের ২০২৩ বর্ষের পরীক্ষায় অভিভাবকরা যেভাবে আস্থা রেখেছেন তা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেন্টার ইনচার্জ, এবং একাধিক ইনভিজিলেটর দের তত্ত্বাবধানে পরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হয়। পরীক্ষা নিয়ে কোন অভিযোগ আসেনি।"
একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর ফলাফল প্রস্তুত। এবার ঘোষণার পালা। প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারী ফলাফল ঘোষণা হবে। পরীক্ষার্থী বা অভিভাবকরা সংবাদ একলব্যের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্লাস সিলেক্ট করে ফলাফল দেখতে পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊