Mamata Banerjee: জোট ছাড়লেন মমতা! বাংলায় একলা চলার ঘোষনা মমতার!

Mamata Banerjee


বিজেপি বিরোধী জোট I.N.D.I.A. নিয়ে এবার বড় রম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তাঁর কথা শোনা হচ্ছে না বলে অভিযোগ-অনুযোগে থেমে থাকলেও এবার আর থেমে থাকলেন না তিনি। I.N.D.I.A জোটে আসন সমঝোতা নিয়ে মতভেদের জেরে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন, সর্বভারতীয় স্তরে সময় বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় একাই লড়বে তৃণমূল (TMC) । জোটসঙ্গীদের দিকে তাকিয়ে বসে থাকবে না।



লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় পর্যায়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই যাত্রা ছুঁয়ে যাবে বাংলাকেও। আর তার ঠিক আগে বাংলায় 'একলা চলো' নীতির কথা ঘোষণা করলেন মমতা। কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে বিরোধের জেরেই এমন সিদ্ধান্ত বলে ইঙ্গিত দিয়েছেন মমতা।



মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাহুল বাংলায় আসছেন তা জানানোর প্রয়োজনবোধ করেনি কংগ্রেস। তিনি বলেন, "আমার সঙ্গে কারও, কোনও কথা হয়নি। আমরা গোড়াতেই প্রস্তাব দিয়েছিলাম। ওরা প্রথম থেকে প্রত্যাখ্যান করে আসছিল। তখনই দল সিদ্ধান্ত নেয়, বাংলায় একা লড়ব আমরা। আমি জোটের সঙ্গী। কিন্তু ওরা সৌজন্য দেখিয়েছি কি? একবারও জানিয়েছি কি যে, 'আপনার রাজ্যে আসছি?' বাংলার ব্যাপারে ওদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। জাতীয় স্তরে কী হবে, নির্বাচনের পরে ভাবব।"



শুধু যে কংগ্রেসের সঙ্গে সমস্যা, তা-ই নয়, CPIM-র সঙ্গেও সমস্যার কথা জানিয়েছেন তিনি। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, "I.N.D.I.A জোটের নাম আমিই দিয়েছি। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে, মিটিংয়ে গেলে CPM মিটিং পরিচালনা করে, যাদের বিরুদ্ধে জীবন ভর লড়াই করেছি আমি। ওদের কোনও পরামর্শ মানব না আমি। আমাকে অনেক অসম্মান করা হয়। তার পরেও আমি বলেছি, আঞ্চলিক দলগুলি, যে যেখানে শক্তিশালী, তাদের উপর সেখানকার দায়িত্ব ছেড়ে দেওয়া হোক। বাকি ৩০০ আসনে আপনারা লড়ুন, আমি নিতে যাব না। কিন্তু ওরা কী বলে? বলে, 'আমাদের যা ইচ্ছে তা-ই করব'।" 



রামমন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিল থেকেও একযোগে কংগ্রেস ও সিপিআইএম কে আক্রমণ করেন মমতা। বুধবার সটান বাংলায় একা লড়ার কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।