২০২৪-এ যুব ব্রিগেডের আগে ভাইরাল প্যারোডি 'THE BRIGADE SONG'
বাম আন্দোলনে প্যারোডির ছোঁয়া থাকে সচারচর। এর আগে বিধানসভা নির্বাচনে বামেদের রুচি নিয়ে প্রশ্ন উঠেছিল যখন টুম্পা সোনা (Tuma Sona) গানের প্যারোডি করেছিল বামেরা। এবার অবশ্য নতুন প্যারোডি। এবার নয়া প্যারোডি ডিম পাউরুটি। ২০২৪-এ যুব ব্রিগেডের আগে বামেদের ভরসা ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের প্যারোডি।
বুধবার রাতে ডিওয়াইএফআই-র সোশ্যাল মিডিয়া পেজে ডিম পাউরুটির প্যারোডি পোস্ট করা হয়েছে পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও একই প্যারোডি। ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের অবিকল কিছু সংলাপকে নিয়ে তৈরি হয়েছে এই প্যারোডি। আর সেই প্যারোডি জুড়ে তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বেশি। আক্রমণ করা হয়েছে বিজেপিকেও।
৭ জানুয়ারি ডিওয়াইএফআইয়ের (DYFI) ব্রিগেড সমাবেশ। তার আগে বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্রিগেড সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন। তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিগ্রেড সমাবেশ সফল করতে মরিয়া বাম। বুধবার সিপিএমের যুব সংগঠনের নেতারাও প্রস্তুতি খতিয়ে দেখছেন। তবে এবার প্যারোডি ডিম পাউরুটি। তরুণ প্রজন্মকে টানতেই আধুনিক গানের প্যারোডি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊