বিডিও-র মারফত দিনহাটা মহকুমা শাসককে ১২দফা দাবি জানিয়ে স্মারকলিপি বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির 

People rally


দিনহাটা

কোচবিহার জেলার সাহেবগঞ্জে দিনহাটা দুই নং বিডিওর মাধ্যমে মহকুমা শাসককে বারো দফা দাবিতে স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এর মাধ্যমে দিনহাটা মহকুমা শাসককে প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য ১২ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি দিনহাটা ২ নম্বর ব্লক কমিটি। 



এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়জাল শেখ সহ অন্যান্যরা। এই বিষয়ে ফয়জাল বাবু বলেন অবিলম্বে ১৯৯৫ সালের সংসদের গৃহীত প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার আইন মোতাবেক প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক পুনর্বাসন দিতে হবে প্রতিক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ হারে সুযোগ সুবিধা দিতে হবে।



পাশাপাশি সকল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ছাত্রবৃত্তি ও স্কলারশিপ ২৫ হাজার টাকা করে ব্যবস্থা করা, সিএম আবাস যোজনায় যাতে সকল প্রতিবন্ধী পায় তার সুব্যবস্থা করা সহ মোট ১২ দফা দাবিতে এদিনের এই স্মারকলিপি প্রদান করেন তারা।