দিনহাটা ১নং চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Annual Sports Competition of Dinhata No. 3 circle



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) দিনহাটা ১ নং চক্র সম্পদ কেন্দ্রের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।


১ নং চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত যথা বুড়িরহাট ১ , বুড়ীরহাট ২, নাজিরহাট ১, নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের খেলার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী খেলোয়াড়রা এতে অংশ নেয়। মোট ৩৪ টি ইভেন্টে বয়স অনুয়ায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট তিনটি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা প্রতিযোগিতা করে। মোট ৫০ টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১ টি এস এস কে থেকে প্রতিযোগিরা এসেছিলো।


প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেবে।

আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।

আজকের এই খেলার শুভ সূচনা করেন দিনহাটা ১ নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক দ্রাবিড় দাস। উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মৃণাল কান্তি রায় সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

কো অর্ডিনেটর সুশান্ত বর্মন বলেন- "সকলের উপস্থিতি ও সহযোগিতায় খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করি। "

সেক্রেটারি মানস বৈষ্ণব জানিয়েছেন ,"আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি।" 

মর্নেয়া ১ ফিফথ প্ল্যান প্রাইমারি স্কুলের শিক্ষক মিহির সরকার জানান- " সুন্দরভাবে আজকের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহন করেছিলো।"