Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mithun Chakraborty: পদ্মভূষণে সম্মানিত মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty: পদ্মভূষণে সম্মানিত মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty


বাংলা তথা ভারতীয় ছবির জগতে অন্যতম মিঠুন চক্রবর্তী এবার পদ্মভূষণ সম্মানে সম্মানিত। বাংলা তথা ভারতীয় সিনেমা জগতে মিঠুন চক্রবর্তীর ভূমিকা অপরিসীম। অফস্ক্রিনও ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন তিনি। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি আরও পাঁচ জনকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে।



এ বছর পাঁচ জনকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হল। দক্ষিণী তারকা চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নায়ডু, তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) এবং তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম পেলেন এই সম্মান।



বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ৩৪ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। সেখানে চার জন বাঙালিও রয়েছেন। বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালের প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন। এ ছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার।



লোকসভা নির্বাচনের আগে মিঠুনকে পদ্মভূষণ সম্মান প্রদান রাজনৈতিক দিক থেকে আলাদা মাত্রা যোগ করেছে। ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে মিঠুনকে এই সম্মান প্রদান তাই আলাদা নজর কেড়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code