Election: দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচন ঘোষনা কমিশনের


Election



সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভার নির্বাচনের (Rajyasabha Election) দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন (Election Commission)। বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশে হবে নির্বাচন।



আগামী ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচন (Rajyasabha Election)। ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল। সবকটি আসনেই ভোটগ্রহণ হবে ২৭ তারিখ। তৃণমূল চার আসনে একই প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে কংগ্রেসের মনু সিংভি অঙ্কের নিরিখে পুনর্নিবাচিত হওয়া প্রায় অসম্ভব। ফলে একটি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি।



সব রাজ্যের ভোট গ্রহন ২৭শে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানি দেয়া হয়েছে। ২ এপ্রিলে মেয়াদ শেষ হবে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেনের।