সুপ্রিম স্বস্তি, জট কাটলো প্রাথমিক শিক্ষক নিয়োগে


WB School News

২০২২-এর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় জট কাটলো সুপ্রিমকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল প্রকাশের সবুজ সংকেত মিললো। ২০২২-এর প্যানেল প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল দেশের শীর্ষ আদালত। ফলে পর্ষদের প্যানেল প্রকাশে আর কোনো বাঁধা থাকলো না।



২০২২-এর সেপ্টেম্বরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড। ১২ হাজার শূন্যপদে নিয়োগে যারা ডিএলেড প্রশিক্ষণ নিচ্ছে তাঁদেরকেও সুযোগ দেয় বোর্ড। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামলা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় বোর্ডের সিদ্ধান্তকেই মান্যতা দেয়। ২৯ সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর ২০২৩-এর এপ্রিলে ওই বিজ্ঞপ্তি খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।




২০২৩ সালের এপ্রিলে হাই কোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলেই জানায় বেঞ্চ। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে এমনটাই ছিল যুক্তি। সেই রায়ের বিরুদ্ধে আপিল জমা পড়ে সুপ্রিমকোর্টে। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনও মেধাতালিকা প্রকাশ করতে পারবে না। তারপরই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। ফলে আর কোনো বাধা থাকলো প্রাথমিক নিয়োগে।