পুলিশের কাছে নিগৃহিত হয়েছেন বলে অভিযোগ তুলে পথ অবরোধ মহিলার
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :
স্বামীর সাথে ঝামেলার অভিযোগ করতে এসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের কাছে নিগৃহিত হয়েছেন বলে অভিযোগ করে কদভিটা মোড়ে রাস্তা অবরোধ করতে উদ্যত হলেন ধানবাদের এক মহিলাে। এদিন তিনি কোলের এক শিশু নিয়ে পথ চলতি সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের গাড়ি সহ অন্যান্য গাড়ি আটকে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন,তিনি ধানবাদের বাসিন্দা হলেও পশ্চিম বাংলার রূপনারায়ণপুর এলাকায় তার শ্বশুর বাড়ি। তার স্বামীর সাথে ঝামেলার অভিযোগ জানাতে এলে অভিযোগ না লিখে ফাঁড়ির পুলিশ তাকে নিগৃহিত করে। তার সাথে অশালীন আচরণও করা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার এক বছরের সন্তানকে ফাঁড়িতে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন এই মহিলা। সুবিচারের দাবীতেই তিনি পথ অবরোধ করেন বলেও জানান। তিনি ধানবাদ পুলিশের হস্তক্ষেপ দাবি করেন।
একইসাথে তিনি বলেন ধানবাদের ফতেমা আনসারির ভাতিজা তিনি। যদিও ওই মহিলা নিজেই পুলিশের প্রতি অশালীন শব্দ প্রয়োগ করতে থাকেন। কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের গাড়ির বনেটে বসে অভব্য আচরণও করেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে সরিয়ে দেয়।
প্রায় ১ঘন্টা ধরে ঐ মহিলা তার আরেক কন্যা সন্তানকে নিয়ে রাস্তার উপর ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকে।ঘটনাস্থলে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ বলেন ফাঁড়িতে কর্মরত একজনের মোবাইল চুরি করে তার কোলের আরেক সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওই মহিলা। পুলিশ সূত্রে খবর ওই মহিলা মানসিক ভাবে পুরো ভারসাম্যহীন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊