বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শীর্ষে পাকিস্তান, ভারত কত নম্বরে?

Pakistan Test


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শীর্ষে পাকিস্তান আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আগামী দুই বছর সব দলগুলি টেস্ট খেলবে আর তার নিরিখেই সেরা দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৫-এ অনুষ্ঠিত হবে পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে এই মুহূর্তে শীর্ষে পাকিস্তান ও দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আর ঠিক তারপরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত।



টেস্টে একটি ম্যাচ জিতলে পাওয়া যায় ১২ পয়েন্ট। ড্র করলে পাওয়া যায় ৪ পয়েন্ট। হারলে কোনও পয়েন্ট নেই। পাকিস্তান এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে। দু’টিই জিতেছে। বাংলাদেশ একটি খেলে একটি জিতেছে। দুই দলেরই ১০০ শতাংশ পয়েন্ট। তাই এক এবং দুই নম্বর স্থানে রয়েছে এই দুই দল। এদিকে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছে। একটিতে জিতেছে অপরটি ড্র করেছে। ভারতের ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট। আসলে পয়েন্ট নয় পয়েন্টের শতাংশে র্যাঙ্ক হয় টেস্টে।



ভারতের পরেই চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৩০ শতাংশ পয়েন্ট পেয়েছে। পাঁচ ম্যাচের অ্যাশেজ়ে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি জিতেছিল, একটি ড্র করেছিল এবং দু’টি হেরেছিল। কিন্তু ১০ পয়েন্ট পেনাল্টি হয় তাদের। অন্য দিকে ইংল্যান্ডের কাটা গিয়েছে ১৯ পয়েন্ট। তারা রয়েছে ষষ্ঠ স্থানে (১৫ শতাংশ পয়েন্ট)। ওয়েস্ট ইন্ডিজ় রয়েছে পঞ্চম স্থানে (১৬.৬৭ শতাংশ পয়েন্ট)। শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি। দক্ষিণ আফ্রিকা এখনও কোনও টেস্ট খেলেনি।



এখনও বাকি দুই বছর‌ আর এই দুই বছরে বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে দেশ গুলি। ফলে যেকোনো সময়েই যে এই স্থান গুলো পরিবর্তন হবে তার স্পষ্ট। কিছুদিন পরেই দক্ষিন আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিম।