Latest News

6/recent/ticker-posts

Ad Code

টান টান উত্তেজনার ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করলো ভারত

টান টান উত্তেজনার ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করলো ভারত 

Ind vs Aus T20I


গত অর্থাৎ চতুর্থ টিটোয়েন্টি ম্যাচ জয়ের সাথে সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে ফেলেছে ভারত। আজ ছিল সিরিজের শেষ তথা পঞ্চম টিটোয়েন্টি ম্যাচ। আর সেই ম্যাচে টান টান উত্তেজনা । টান টান উত্তেজনার ম্যাচে জয় দিয়েই সিরিজ শেষ করলো ভারত।



এদিন টসে জিতে প্রথম ফিল্ড করার সিদ্ধান্ত নেয় টিম অস্ট্রেলিয়া। প্রথয় ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে ভারত। ওপেন করতে নেমে যশোয়াল ২১ ও রুতুরাজ তোলে ১০। ম্যাচকে কার্যত এগিয়ে নিয়ে যায় আইয়ার। ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন আইয়ার। জিতেশ ২৪ ও অক্ষর করে ৩১। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি ভারতের ব্যাটাররা।



জবাবে ব্যাট করতে নেমে হেড ২৮ ও ফিলিপস করে ৪। ম্যাচের হাল ধরেন বেন। ৫৪ রানের ইনিংস খেলে এগিয়ে নিয়ে যায় দলকে। ডেভিড ১৭, শর্ট ১৬, ওয়েড করে ২২। অস্ট্রেলিয়ার ব্যাটারদের দাপটে টান টান উত্তেজনায় পৌঁছায় ম্যাচ। শেষতম ওভারে অস্ট্রেলিয়ার দরকার ১০ রান। সেই ওভারের তৃতীয় বলে উইকেট নেয় অর্শদীপ। ম্যাচ উত্তেজনা যোগায়। এরপর পঞ্চম বলে ব্যাটারের বল আটকানোর চেষ্টা করে বোলার অর্শদীপ সেই বল অর্শদীপের হাতে লেগে আম্পায়ারের গায়ে লাগে। রান নিতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ বলে দরকার ৮। শেষমেষ ১৫৪-তে আটকে যায় অস্ট্রেলিয়া। ৬ রানে জিতে ৪-১ এ সিরিজ শেষ করলো ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code