বড় খবর, বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি
এই মুহূর্তের বড় খবর। বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। জানা যাচ্ছে বহুদিন আগের এই জলের ট্যাঙ্ক ঠিকঠাক মেরামত বা পর্যবেক্ষনের অভাবে আজ হঠাৎই ভেঙে যায়। জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়ার ঘটনায় গুরুতর জখম হন অনেকেই। সঙ্গে সঙ্গে তাঁদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে।
হাসপাতাল সূত্রে খবর তিনজন ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন, জখম অবস্থায় চিকিৎসাধীন ২৭। স্থানীয় লোকজন ও হকাররা জানাচ্ছেন, বহুদিন যাবৎ কোনো রকম মেরামতি করা হয়নি ট্যাঙ্কটি। সম্প্রতি বাইরের দিকটা রঙ করলেও ভিতরের দিকটায় জঙ পড়ে নষ্ট হয়ে যাওয়ায় এই বিপত্তি।
ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার জেরে বন্ধ বর্ধমান রেল স্টেশনের রেল পরিষেবা। শুধু এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপাতত রেল পরিষেবা চালু বলে খবর। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বর্ধমান রেলওয়ে স্টেশনের ২নম্বর এবং ৩নম্বর প্লাটফর্মের মধ্যস্থলে ৫৩হাজার ৮০০গ্যালন জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল জলের ট্যাঙ্ক বুধবার দুপুর ১২টা নাগাদ ভেঙে পড়লো প্লাটফর্মের নিচে। ঘটনায় প্লাটফর্মে থাকা প্রায় ২৭জন আহত ও ৩জনের মৃত্যু হয়েছে বলে জেলা পুলিশ সুপার আমনদীপ জানান। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিধায়ক খোকন দাস, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় সহ রেলের অনান্য আধিকারিকরা। এব্যাপারে স্টেশন মাষ্টার স্বপন ভট্টাচার্যের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে চাননি। ইতিমধ্যে মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊