মিস্টির দোকানে চুরির ঘটনায় গ্রেফতার এক 

Burdwan police


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 

মিস্টির দোকানে চুরির ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে এক ব্যাক্তিকে গ্ৰেফতার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতকে তোলা হয় বর্ধমান আদালতে।



গত শনিবার বর্ধমানের একটি প্রসিদ্ধ মিস্টির দোকানে চুরির ঘটনা ঘটে।সিসি ক্যামেরায় বন্দি ছবিতে দেখা যায় শনিবার গভীর রাতে জানালার রড কেটে এক ব্যাক্তিকে দোকানের ভিতরে ঢুকতে।



সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে জানলার রড কাটা হয়েছে এমনভাবে যাতে একটা মানুষ কোনোক্রমে ঢুকতে পারে।সেখান দিয়ে কোনোরকমে ঢুকে সোজা ক্যাশবাক্সের কাছে পৌছে ক্যাশ বাক্স খুলে টাকা পয়সা নিয়ে জানালা দিয়ে বেড়িয়ে যাচ্ছে।পরের দিন সকালে অর্থাৎ রবিবার দোকান খুলে দেখতে পান জানালার রড ভাঙ্গা ক্যাশ



দোকানের মালিক রাহুল রক্ষিত জানান, রবিবার সকালে দোকান খুলতে এসে নজরে আসে এই ঘটনা। শনিবার রাত ১ টা নাগাদ এক দুষ্কৃতী দোকানের পাশের জানালার রড কেটে দোকানে ঢোকে। ক্যাশ বাস্কে রাখা ৫০-৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মহাজন ও ছানাবালাদের দেওয়ার জন্য টাকা ছিল। যেই লোহার রড কাটার ব্লেট দিয়ে কাটা হয়েছিল সেটিও ফেলে রেখে যায় দুষ্কৃতী ।



গোটা ঘটনাটি দোকানের সি সি টিভি ক্যামেরায় ধরা পড়েছে।দোকানের মালিক বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ গোটা বিষয়ের তদন্তে নেমে গোদা মাঠ কলনী থেকে শোভোন দত্ত নামে এক যুবককে গ্ৰেফতার করে।