Sunny Deol Viral Video: কি কান্ড ! সানি মাতাল হয়ে হাটছেন রাস্তায়, দেখুন সেই ভাইরাল ভিডিও
বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল (Sunny Deol Viral Video) হয়ে যায়। যেখানে দেখা যায় সানি দেওল মাতাল অবস্থায় রাস্তায় হাটছেন। এমন অবস্থায় এক অটো চালক তাকে তাঁর অটোতে উঠিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ভিডিও (Sunny Deol Viral Video) স্যোসাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বেশিরভাগই ভেবে নেন সত্যি সত্যি সানি দেওল মত্ত অবস্থায় মুম্বাইয়ের রাস্তায় হাটছিলেন।
ফলে সানি দেওল নিজে বাধ্য হন জনসম্মুখে সত্য কথা বলার। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, সানি দেওল একটি ভিডিও (Sunny Deol Viral Video) প্রকাশ করেছেন নিজের একাউন্টে এবং জানিয়েছেন যে ভাইরাল হওয়া ভিডিওটি তাঁর আসন্ন ছবি 'সফর'এর।
ভিডিওটি (Sunny Deol Viral Video) শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, গুজবের 'যাত্রা' এখানেই শেষ। দেখুন সেই ভিডিও-
Afwaahon ka ‘Safar’ bas yahin tak 🙏🙏#Shooting #BTS pic.twitter.com/MS6kSUAKzL
— Sunny Deol (@iamsunnydeol) December 6, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊