কলেজে ছাত্র-ছাত্রীদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে উৎসাহ দিলেন মহকুমাশাসক

a group of people taking a selfie



নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে দিনহাটা কলেজে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিলেন দিনহাটার মহকুমাশাসক।

বুধবার দুপুর দুটো নাগাদ দিনহাটা কলেজে আসেন মহকুমাশাসক ডাক্তার রেহানা বসির। মূলত যারা ১৮ বছরের ঊর্ধ্বে কলেজের ছাত্র-ছাত্রী রয়েছে তাদের ভোটার তালিকায় নাম তোলানোর উৎসাহ প্রদান করাই মূল উদ্দেশ্য ছিল তার ।

এদিন তিনি কলেজে পৌছাতেই তাকে ঘিরে ধরেন ছাত্র-ছাত্রীরা। কলেজে ছাত্র-ছাত্রীদের ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য উৎসাহ প্রদান করায় খুশি কলেজ কর্তৃপক্ষ । এদিন তিনি কথা বলেন ছাত্র-ছাত্রীদের সাথে এবং তাদের ভোটার তালিকায় নাম তোলানোর জন্য উৎসাহ দান করেন।

এদিন তার সাথে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল সহ কলেজের অন্যান্য অধ্যাপকরা।

ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রে দিনহাটা কলেজে প্রশাসনের পক্ষ থেকে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয় এদিন। সেই ক্যাম্পে সেই কাজ কেমন চলছে সেটা দেখতেই মহকুমাশাসক দিনহাটা কলেজে আসেন।