Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিষেক ম্যাচেই তুলকালাম করে দেখালেন সুদর্শন

অভিষেক ম্যাচেই তুলকালাম করে দেখালেন সুদর্শন

Sai Sudarshan




ভারত-দক্ষিন আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হল সাঁই সুদর্শনের। ভারতীয় ব্যাটিং লাইন আপের নয়া সংযোজন সাঁই সুদর্শন প্রথয় ম্যাচেই তুলকালাম বাঁধিয়ে দিল। শুধু তাই নয় তাঁর দাপুটে ইনিংসে ভর করে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া। আর সিরিজে এগিয়েও গেল ভারত।



প্রথম ইনিংসে ভারতীয় অর্শদীপ ও আবেশের দাপটে ১১৬ তে গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকা। আর সেই রান তাড়া করতে নেমে সুদর্শনের ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। শুরুতে ১০ বলে ৫ করে ফেরেন রুতুরাজ। সাই সুদর্শনকে সঙ্গ দিতে মাঠে আসেন আইয়ার। আর মাঠে এসে যোগ্য সঙ্গ দেন আইয়ার। সাই সুদর্শন ও আইয়ারের দাপুটে ব্যাটিং জয়ের দিকে নিয়ে ভারতকে। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করেন। ৪৫ বলে ৫২ করে ফেরেন আইয়ার। অন্যদিকে ৫৫ রান করে অপরাজিত থাকেন সবাই সুদর্শন। ৩ বলে ১ রান করেন তিলক। ১৬.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় ভারত।



সুদর্শনের এই দাপুটে ইনিংসে অভিষেক ম্যাচ উপহার দিল ভারতীয় ক্রীড়া প্রেমীদের। আগামীর ভারতীয় ক্রিকেটে যে এক মিসাইল হিসেবে ভারতীয় ব্যাটিং লাইন আপের ওপেনিং ব্যাটার হতে পারে তা বলার অবকাশ রাখে না। এখন দেখার আগামীতে কতটা নিজেকে তুলে ধরতে পারে সুদর্শন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code