পিকনিক থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ১, জখম ১

A black car and a white car stand


উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাটের টাকি রোডের মধ্যমপুর স্কুল মাঠের সামনে পথ দুর্ঘটনা। চার চাকা পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর তেইশের হাসানুর গাজীর। 



স্থানীয় সূত্রে জানা যায় তার বাড়ি সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। ঘটনাস্থলের কিছু দূর আগে পার্শ্ববর্তী একটি পিকনিক স্পটে কাজ করতো ওই যুবক। কাজ সেরে দুই যুবক গভীর রাত্রে বাড়ি ফিরছিল, হঠাৎই সামনের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সামনা সামনি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। জখম অবস্থায় আরো এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বসিরহাট থানায় পুলিশে খবর দেয়, ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশমার্গে পাঠিয়েছে।



পাশাপাশি কি কারনে এই দুর্ঘটনা, ব্রেক ফেল করে, না মদ্যপ অবস্থা থাকার কারণে, না নিয়ন্ত্রণ হারিয়ে, এই দুর্ঘটনা সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।