আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে অনিশ্চিত সূর্য কুমার যাদব

Indian cricketer with bat


আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে অনিশ্চিত সূর্য কুমার যাদব। আগামী ১১ই জানুয়ারি ২০২৪ থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি২০ সিরিজে হয়তো দেখা যাবে না সূর্যকে। জানা যাচ্ছে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।



ওয়ানডে বিশ্বকাপ শেষ হতেই ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলে ভারত। পায় জয়ও। এরপর উড়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাতেও টি২০-তে সিরিজে সাফল্য মেলে ভারতের। সূর্যের নেতৃত্বেই এই দুই ম্যাচে সাফল্য পায় ভারত‌। এবার ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ। কিন্তু অনিশ্চিত সূর্য।



জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে মোচড় লাগে সূর্যকুমার যাদবের। দেশে ফিরে করা রিপোর্টে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কথা জানা যায়। সব কিছু ঠিকঠাক থাকলে তারকা ক্রিকেটারের মাঠে ফিরতে সময় লেগে যাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। ফলে আফগানিস্তান সিরিজে তাঁর খেলা হবে না এমনটাই মনে করা হচ্ছে।



আফগানিস্তানের বিরুদ্ধে পরবর্তী টি-২০ সিরিজে সূর্যকুমারকে থাকতে হবে মাঠের বাইরে। গোড়ালির চোটে অন্তত ৭ সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন তিনি, এমনটাই খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। হার্দিক পান্ডিয়া এখনও মাঠে ফেরেননি। এবার সূর্যকুমার যাদবও ছিটকে গেলেন চোটের জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হবে।