রেল স্টেশনের জলের ট্যাঙ্ক ভেঙে আহতদের রাজ্য সরকারের অনুদান তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ 

Minister Swapan Debnath


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 


বুধবার বর্ধমান রেল স্টেশন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে রাজ্য সরকারের অনুদান তুলেদেন মন্ত্রী স্বপন দেবনাথ।



বুধবার দুপুরে বর্ধমান রেল স্টেশন চত্বরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জন রেল যাত্রীর। ঘটনায় আহত হন আরো প্রায় ৩২ জন রেল যাত্রী।সঙ্গে সঙ্গে নিহত ও আহতদের নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।



হাসপাতালে আহতদের দেখার পাশাপাশি তাদের পরিবারের হাতে তুলে দেন রাজ্য সরকারের দেওয়া ৫০ হাজার টাকার চেক। এদিন মন্ত্রী স্বপন দেবনাথের সাথে হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার আমন দীপ, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন এটাকি রেলের গাফিলতি না।সামান্য রং করে দিয়ে খালাস হয়ে গেলো।এর আগে রেল স্টেশনের এক অংশ ভেঙ্গে পরেছিলো।জলের ট্যাঙ্ক ভেঙ্গে তিনজন মারা গেলেও বেশ কয়েকজন আহত। এটার জন্য রেল দায়ী কেন্দ্রের সরকার দাই। মন্ত্রী বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের ৫০ হাজার এবং নিহতদের ২লক্ষ্য টাকার চেক দেওয়া হলো এবং রাজ্য সরকার সবসময় এদের পাশে আছে।



মেমারীর বাসিন্দা দেবদাস মজুমদার বলেন এখানে কাজ না থাকার জন্য মুজাফর পুর যাবার জন্য ট্রেন ধরার জন্য ট্যাঙ্কের নিচে বসে ছিলেন হঠাৎ বিকট শব্দ হয়ে জলের স্রোতে তাকে ২নং প্লাটফর্ম থেকে ১ নং প্লাট ফর্মে ফেলে দেয়।আজ রাজ্য সরকারের পক্ষ্য থেকে মন্ত্রী স্বপন দেবনাথ এসে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।রেলের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।তা এখন দেয়নি। শুধু হাসপাতালে ভর্তির সময় নগদ ৫ হাজার টাকা দিয়েছেন।



মেমারীর বাসিন্দা সুধীর সুত্রধরের আত্মীয় লক্ষী সাঁতারা বলেন এই ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী।এই ধরনের পুরনো জিনিসের সংস্কার করা দরকার।