রাজবংশী ভূমিপুত্র জাগরণ যাত্রা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের

Greater Coochbehar


আজ শুক্রবার দুপুর একটা নাগাদ জলপাইগুড়ির রংধামালি থেকে একটি র‍্যালি শুরু করা হয় দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।পরবর্তীতে বিকাল ৪:৩০ নাগাদ জলপাইগুড়ি রাজবাড়িতে পৌঁছে এই র‍্যালি শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন , রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ জলপাইগুড়ি জেলার সমস্ত কর্মীবৃন্দ। 


এদিন রংধামালি থেকে জলপাইগুড়ি রাজবাড়ি পর্যন্ত আনুমানিক প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে র‍্যালির মাধ্যমে জলপাইগুড়ি রাজবাড়িতে পৌছায় কর্মী সমর্থকেরা। তাদের এই র‍্যালিতে পায়ে পা মেলাতে দেখা যায় এক হাজারেরও বেশি সমর্থকদের।


সংগঠন সূত্রে জানা যায়, জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে আজকের এই ঐতিহাসিক রাজবংশী ভূমিপুত্র জাগরণ যাত্রা করা হয়।