WB TET Admit Card 2023 Download Link: প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড প্রকাশ, ডাউনলোড করুন এক ক্লিকেই 


a red and blue text


আগামী ২৪ই ডিসেম্বর ২০২৩ রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাথমিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট (Primary TET Admit Card) । বহুল প্রতীক্ষিত এই পরীক্ষার অ্যাডমিট কার্ড (Primary TET Admit Card) প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, এমনটাই জানা যাচ্ছে। জানা যাচ্ছে অ্যাপ্লিকেশন নং ও জন্ম তারিখ দিলেই নিজের অ্যাডমিট কার্ড বেড়িয়ে আসবে।



পরীক্ষায় অ্যাডমিট কার্ডের (Primary TET Admit Card) সাথে একটি অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুভ, দুই কপি পাসপোর্ট সাইজ ফটো, ব্ল্যাক বলপেন নিয়ে যেতে হবে। কোন ধরনের ইলেকট্রিক গ্যাজেট যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।



জানা যাচ্ছে এবছর ৩লক্ষ ১০ হাজার প্রার্থী বসতে চলেছে প্রাথমিক টেটে। গত বছরের ন্যায় এবছরেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা পরিচালনায় একাধিক পদক্ষেপ নিয়েছে টেটে। তবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কম। গতবছর বিএড, ডিএড, ডিএলেড সকলেই আবেদন করতে পারতো টেটে। তবে এবছর শুধুমাত্র ডিএড বা ডিএলেএড থাকলেই প্রার্থীরা আবেদন করতে পেরেছে ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে । 


তবে NIOS থেকে ডিএলএড করা প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে কিনা সে বিষয়ে এখনো জানাযায়নি।

WB TET Admit Card 2023 Download Link click here.