২৫শে ডিসেম্বরে মাইথন জলাধারে পর্যটকদের ভীড়



Maithon Reservoir is crowded with tourists on 25th December



শীতের মরশুম, সাথে ২৫শে ডিসেম্বর বড়দিন। আর তাই আসানসোলের অন‍্যতম পর্যটনকেন্দ্র মাইথন জলাধারে পর্যটকদের ভীড়। সোমবার ২৫শে ডিসেম্বর বড়দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাইথন জলাধারে পিকনিকের আমেজে দেখা গেলো পর্যটকদের।

Maithon Reservoir is crowded with tourists on 25th December

এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পর্যটকরা পিকনিক করতে আসে মাইথন জলাধারে, ঠিক তেমনই পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ডের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকদের আগমন ঘটে। পর্যটকরা সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশের মাঝে থাকা মাইথন জলাধারে নৌকাবিহারে মেতে ওঠে।


বলতে গেলে মনোরম পরিবেশে পিকনিকের আমেজ পর্যটকদের আগমনে জমজমাট হয়ে ওঠে মাইথন পর্যটন কেন্দ্র। একইসাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয় মাইথন পর্যটন কেন্দ্রে।নিরাপত্তা ঠিক রাখতে পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছে সিসিটিভি ও লাইট। দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পুলিশের ফোর্স।

Maithon Reservoir is crowded with tourists on 25th December

পাশাপাশি যেন দূরদুরান্ত থেকে আগত মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে আসা পর্যটকরা তাদের আনন্দ উপভোগ করতে পারে, তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়।