Madrasha Teacher Recruitment: সুখবর! হতে চলেছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষা! ১৭২৯ পদে আবেদনকারী ২লক্ষের বেশি
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। জানুয়ারী মাসের শেষের দিকে শিক্ষক নিয়োগে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চলেছে এমনটাই সূত্রের খবর। সব ঠিক থাকলে জানুয়ারির শেষেই হতে পারে পরীক্ষা। ইতিমধ্যে আবেদন গ্রহন করেছে কমিশন। কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে ছিল তবে এবার সচেষ্ট কমিশন।
জানা যাচ্ছে, ১৭২৯ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন সেই পদগুলোতে আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৪ হাজার। তবে এখনো পর্যন্ত অফিশিয়ালি পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কবে পরীক্ষা সেনিয়েও মুখ খোলেনি কমিশন। ফলে পরীক্ষার দিনক্ষন নিয়ে প্রশ্ন তোলে প্রার্থীরা।
রাজ্যের শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী ৬১৪ টি মাদ্রাসা স্কুল রয়েছে রাজ্যে। এই মাদ্রাসা স্কুল গুলিতে প্রায় ১৪০০০ পদ। যার মধ্যে ১০০০০ পদে কর্মরত রয়েছে শিক্ষক শিক্ষিকা বাকি প্রায় ৪০০০ পদে দ্রুত নিয়োগের চেষ্টা করছে কমিশন। কমিশন সূত্রে দাবি, জানুয়ারির শেষদিকে হতে পারে পরীক্ষা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊