হাইকোর্ট থেকে ধর্নার অনুমতি মিললো সংগ্রামী যৌথ মঞ্চের
নবান্নর সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না (DA Protest)। আর এই কর্মসূচিতে স্লোগানের জন্য আন্দোলনকারী সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে তুমুল বচসা আন্দোলনকারী সরকারি কর্মীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এদিন পুলিশের বিরুদ্ধে। তবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Chief Justice Division Bench)।
সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অবস্থান বিক্ষোভের অনুমতি সরাসরি হাইকোর্ট কোট দিয়েছে ৭২ ঘন্টা অবস্থান বিক্ষোভের জন্য তারপরেও কিছু পুলিশ আধিকারিকেরা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারীদের বসার জায়গা দেওয়া হচ্ছে না এবং হাইকোর্ট দিয়ে পাওয়ার নির্দিষ্ট জায়গায় উনাদের দেওয়া হচ্ছে না তার পরিবর্তে এক বাসস্টপে বসে অবস্থান করছেন তাদের সেই বাসস্টপ দিয়ে তোলা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ। সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াই বাধা দেওয়া হচ্ছে এই লড়াই প্রায় প্রায় এগারো মাস ধরে চলছে যেটি নবান্নের বুকে এসে আঁচড়ে পড়েছে হাইকোর্টের বিচারপতির অনুমতি নিয়ে কিছু পুলিশ অধিকারিকেরা বাধা দিচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে নবান্নের ভেতরে অন্যরা প্রবেশ করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে তাদের নির্দিষ্ট জায়গা তাদের দিয়ে দেওয়া হবে এবং তারা কর্মসূচি শুরু করবে এমনটাই জানা গেছে।
গতকালই শর্তসাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেন বিচারপতি মান্থা। ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছিল় আদালত। বিচারপতি মান্থার রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যআয় রাজ্য । কাল মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, মন্তব্য প্রধান বিচারপতির। এতে আন্দোলনকারীরা খুশি নন, মধ্যরাত থেকে ধর্না চলছে, আদালতে জানাল রাজ্য। এরপরেই আগামীকাল বিকাল ৪টা পর্যন্ত অবস্থান বিক্ষোভের কথা বলেন প্রধান বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊