Latest News

6/recent/ticker-posts

Ad Code

নন্দাইের কুপ্রস্তাব না মানায় গৃহবধূকে খুন ! মারাত্মক অভিযোগ

নন্দাইের কুপ্রস্তাব না মানায় গৃহবধূকে খুন ! মারাত্মক অভিযোগ

House wife's, woman


নন্দাই এর বিরুদ্ধে শ্লীলতাহানির কথা বলায় গৃহবধূকে খুন হতে হলো। এমনটাই অভিযোগ। স্বামী বাইরে থাকার সুবাদে মাঝেমধ্যেই নন্দাই বিভিন্নভাবে যোগাযোগ করত গৃহবধূর সঙ্গে ।শুধু তাই নয় কু প্রস্তাব দেওয়া হতো আর তা জানাজানি হতেই, গৃহবধূকে খুনের চাঞ্চল্যকর অভি্যোগ উঠলো নন্দাই এর বিরুদ্ধে।

 

জানা গিয়েছে শক্তিপুর থানার অন্তর্গত কামনগর গ্রামের কর্ণধর মণ্ডলের মেয়ে বিউটি মণ্ডলের সঙ্গে হৃদয় মণ্ডলের পুত্র হিমাদ্রী মণ্ডলের ২০২১ সালে বিয়ে হয়েছিল। এই গৃহবধূ বিউটি মন্ডলের ৮ মাসের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। 



পরিবার সুত্রে জানা গিয়েছে স্বামী হিমাদ্রী মন্ডল কর্মসূত্রে হরিয়ানায় থাকতেন,সেই সুবাদে তার বেশিরভাগ সময়টাই কাটে বাইরে। এই অবস্থায় বাড়িতে বিউটি মণ্ডলের নন্দাই সোমনাথ মন্ডলের আনাগোনা বাড়তে থাকে । বিউটিকে নানা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করে,বিউটি মন্ডল বারংবার প্রত্যাখ্যান করেন ও স্বামী হিমাদ্রী মণ্ডলকে এবং নিজের বাবার বাড়ির লোকজনকে বিষয়টি সবটা বলেন। তখন সবাই আশ্বস্ত করেন ,যে সব ঠিক হয়ে যাবে। তখন বিষয়টি জানাজানি হওয়ার পরে নন্দাই সোমনাথ মন্ডল আর বাড়িতে না এসে ফোনে নোংরা প্রস্তাব দিতে থাকেন ও শ্বশুরবাড়ি থেকেও এই নিয়ে বিউটিকে চাপ দেওয়া হয় যে এই বিষয়টি সে সবাইকে কেনো বলেছে ও শারীরিক নির্যাতন করতে থাকে।



বিউটি মণ্ডলের বাড়ির লোকজনের অভিযোগ বিউটিকে তার শ্বশুড়বাড়ির লোকজন গতকাল সন্ধ্যায় খুন করে ফেলে রেখেছে ,পাড়া প্রতিবেশীরা আমাদের মেয়েকে শক্তিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন ও শক্তিপুর থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code