নয়া ইতিহাস রচনার পথে ISRO, চন্দ্র-সূর্য পেড়িয়ে এবার কৃষ্ণগহ্বর

Blackhole



চন্দ্র অভিযান, সূর্য অভিযান ২০২৩-এ একাধিক বড় মহাকাশীয় ঘটনার ইতিহাস রচনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও। এবার নতুন বছরের সূচনাতেই নয়া এক ইতিহাস রচনা করতে চলেছে ভারত। চাঁদ - সূর্যের পর এবার মহাকাশের রহস্য হয়ে বিরাজ করা কৃষ্ণগহ্বরের পথে ভারত।



নতুন বছরের প্রথম দিনেই কৃষ্ণগহ্বরের পথে পথচলা শুরু করছে আইএসআরও। ১ জানুয়ারি অ্যাডভান্স অ্যাস্ট্রনমি অবজার্ভেটরির উৎক্ষেপণ করবে ISRO। এই অ্যাডভান্স অ্যাস্ট্রনমি অবজার্ভেটরি কৃষ্ণগহ্বর এবং নিউট্রন নক্ষত্রের উপর নজরদারি চালাবে। সাথে সাথে দ্বিতীয় দেশ হিসেবে ভারত এই গবেষণায় নামতে চলেছে।



Polar Satellite Launch Vehicle-এ চাপিয়ে ১লা জানুয়ারি XPoSAT তথা X-ray Polarimeter Satellite উৎক্ষেপন করা হবে। ৪৪ মিটার দীর্ঘ এবং ২৬০ টন ওজনের এই রকেটটি আরও ১০ রকম পরীক্ষা সরঞ্জাম নিয়ে উড়বে। এর খরচও সীমিত। XPoSat মহাকাশযানটি তৈরিতে খরচ পড়েছে ২৫০ কোটি টাকা বা ৩০ মিলিয়ন। যা আগামী পাঁচ বছর থাকবে মহাকাশে।



নক্ষত্রের মৃত্যু হয়। জ্বালানি শেষ হলে নক্ষত্রের মৃত্যুর পর নিজের মাধ্যাকর্ষণ শক্তিরই শিকার হয়। বৃহৎ নক্ষত্রের মৃত্যুতে নিউট্রন নক্ষত্র বা কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয়। তুলনামূলক ছোট আকারের নক্ষত্রের মৃত্যুতে সৃষ্টি হয় নিউট্রন নক্ষত্রের। অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ন স্পেস স্টেশন থেকে উৎক্ষেপণ হবে সেই কৃষ্ণগহ্বরের পথে যাওয়া মহাকাশ যানের।