ছুটলো অমৃত ভারত এক্সপ্রেস, ব্যাপক উন্মাদনা দেখা গেল যাত্রীদের মধ্যে
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
ঠিক এক বছর আগে বন্দে ভারত উদ্বোধন এবং সেই ট্রেন বর্ধমানে আসায় যে উন্মাদনা দেখা গিয়েছিল তার থেকেও বেশি উন্মাদনা সৃষ্টি হল শনিবার বর্ধমান ষ্টেশনে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনকে নিয়ে। এদিন বিকাল প্রায় ৩ টে বেজে ৫৭ মিনিটে বর্ধমান ষ্টেশনে ঢোকে মালদা ব্যাঙ্গালোর এই সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। বর্ধমান থেকে ট্রেনের সুচনা করতে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্রজিত সিংহ আলুয়ালিয়া, হাওড়া ডিভিশনের ডি আর এম সঞ্জীব কুমার, পুর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সহ রেলের আধিকারিকরা। একইসঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নেতা নেত্রীরাও।
আগেই রেলের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই রেলের আরামদায়ক ভ্রমণে বর্ধমান থেকে ডানকুনি পর্যন্ত বিনামুল্যে যাত্রার সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল। বর্ধমান থেকে এদিন সিংহভাগ যে যাত্রীরা উঠলেন তার মধ্যে কতিপয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছাড়া বাকি সকলেই বিজেপির সমর্থক। ট্রেনে উঠে যথারীতি ভারত মাতা কি জয় শ্লোগানও দেওয়া হল।
এদিন ডি আর এম সঞ্জীব কুমার জানিয়েছেন, মোদিজী রেলের উন্নয়নের ক্ষেত্রে বাংলাকে বেশি গুরুত্ব দেন। আর তাই এদিন দুটি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি ট্রেনকে বাংলার মধ্যে দিয়ে চালনা করা হচ্ছে। মালদা ব্যাঙ্গালোর এই এক্সপ্রেস ট্রেন বাংলার মধ্যে রামপুরহাট, বোলপুর, বর্ধমান এবং ডানকুনিতে থামবে। তিনি জানিয়েছেন, রাজধানী এক্সপ্রেসে যে ধরণের স্বাচ্ছন্দ্য দেওয়া হয় এসি ছাড়া সেই ধরণের সবরকমের আধুনিক স্বাচ্ছন্দ্য এবং সুবিধা এই ট্রেনে রয়েছে।
সাংসদ আলুয়ালিয়া জানিয়েছেন, অনেকেই চিকিৎসার জন্য, তথ্য প্রযুক্তির জন্য এবং পড়াশোনার জন্য ব্যাঙ্গালোরে যান। তাঁদের হাওড়া কিংবা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরতে হত। এই ট্রেন চালু হওয়ায় যাত্রীরা বর্ধমান থেকেই ট্রেনে উঠতে পারবেন। মালদা থেকে প্রতি রবিবার ছাড়বে এবং ব্যাঙ্গালোর থেকে মঙ্গলবার ছাড়বে। যদিও সাধারণ মানুষের দাবী সাপ্তাহিকের পরিবর্তে এই ট্রেনকে প্রতিদিন করলে তবেই প্রকৃত সুবিধা হবে।
অন্যদিকে, বর্ধমান ষ্টেশনে এই অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রেলের আর এম এস কর্মীদের একাংশ কার্যত চড়াও হন সাংবাদিকদের ওপর। রেলের আর পি এফের নির্দেশে সাংবাদিকদের গাড়ি পার্কিংএর জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেওয়া হয়। সেখানেই গাড়ি রাখা হলে আর এমএস কর্মীরা বাধা দেন। এই ঘটনায় রীতিমতো দু:খ প্রকাশ করে সাংসদ জানিয়েছেন, এরকম কেন করা হয়েছে তিনি খোঁজ নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊