আইপিএলের সর্বকালের ইতিহাসে রেকর্ড, প্রায় ২৫ কোটিতে কেকেআরে স্টার্ক
আইপিএলের সর্বকালের ইতিহাসে রেকর্ড। এর আগে কুড়ি কোটি সর্বোচ্চ মূল্যে ছিলেন কামিন্স। আইপিএল ২০২৪ এর নিলামে ২০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে কামিন্সকে নেয় হায়দ্রাবাদ। তবে সেই রেকর্ড বেশিক্ষন টিকলো। প্রায় ২৫ কোটি দিয়ে ব্যায়ে স্টার্ককে কিনে আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে ফেললো কেকেআর।
অজি পেসারকে কলকাতা কিনে নেয় ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার অবিশ্বাস্য মূল্য। প্রায় ২৫ কোটি টাকায় বিক্রি হওয়া মিচেল স্টার্কই যে আইপিএলের সর্বকালের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারে পরিণত হন, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ২০১৫-তে কেকেআরেই ছিলেন স্টার্ক। এবার সবথেকে বেশি দরে কিনে ঘরে ফেরালো কেকেআর।
মিচেল স্টার্ক ২০১৪ ও ২০১৫, মোটে ২টি আইপিএল মরশুমে অংশ নেন। তিনি ২৭টি ম্যাচে মাঠে নেমে ৩৪টি উইকেট সংগ্রহ করেছেন। ২০১৪ সালে ১৪টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নেন স্টার্ক। ২০১৫ সালে ১৩টি ম্যাচ খেলে তুলে নেন ২০টি উইকেট। সার্বিকভাবে আইপিএলে ওভার প্রতি ৭.১৭ রান সংগ্রহ করেছেন স্টার্ক। আইপিএলে ব্যাট হাতে ৯৬ রান সংগ্রহ করেছেন তিনি।
আইপিএল নিলামে বিক্রি হওয়া সব থেকে দামি ক্রিকেটার:-
১. মিচেল স্টার্ক- ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা (২০২৪)।
২. প্যাট কামিন্স- ২০ কোটি ৫০ লক্ষ টাকা (২০২৪)।
৩. স্যাম কারান- ১৮ কোটি ৫০ লক্ষ টাকা (২০২৩)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊