বেস্ট কার্ডিওলজি হিসেবে অ্যাওয়ার্ড পেলো বর্ধমানে টেরেসা মেমোরিয়াল হাসপাতাল

Burdwan Teresa


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 

বেস্ট কার্ডিওলজি হিসেবে অ্যাওয়ার্ড পেলো বর্ধমানে টেরেসা মেমোরিয়াল হাসপাতাল। একটি বেসরকারী চ্যানেলের সার্ভে অনুয়ায়ী গত ১০ ডিসেম্বর এই অ্যাওয়ার্ডটি ওই চ্যানেলের পক্ষ থেকে পায় টেরেসা। অন্যদিকে ১২ ডিসেম্বর নতুন দিল্লির হোটেল শাংরি-লা ইরোস - এ আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাচিভার্স নামক একটি সংস্থা।



ওয়ার্ল্ড ওয়াইড অ্যাচিভার্স এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড তুলে দেন এস পি সিং, অনারেবল মিনিস্টার অফ স্টেট হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভঃ অফ ইন্ডিয়া। রামদাস আখাবালে অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর সোসাল জাস্টিস অফ এমপাওয়ারমেন্ট, এবং ডক্টর ক্রেত্বী প্রেনজীভাই সুয়াঙ্গি, অনারাবেল মেম্বার অব পার্লামেন্ট। বর্ধমানের টেরেসার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন হসপিটালের ডিরেক্টর দেবজ্যোতি ভট্টাচার্য সহ ডিরেক্টর বোর্ডের সদস্য শুভজ্যোতি ভট্টাচার্য, বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাঃ সপ্তর্ষি রায় সহ অন্যান্যরা।



২০১৯ সালে বর্ধমানের অনাময় হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থাপিত হয় টেরেসা মেমোরিয়াল হাসপাতাল। গত চার বছরে কার্ডিওলজির উপর অত্যন্ত ভালো কাজ করে চলেছে এই টেরেসা মেমোরিয়াল হাসপাতাল।



এদিন বর্ধমান টেরেসা মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে সৌমেন চৌধুরী বলেন বর্ধমানে টেরেসা মেমোরিয়াল হাসপাতাল ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। গত চার বছর ধরে এই টেরেসা মেমোরিয়াল হাসপাতাল কার্ডিওলজির ওপর অত্যন্ত ভালো কাজ করে চলেছে ।একটি বেসরকারি টিভি চ্যানেলে সার্ভে অনুয়ায়ী গত ১০ ডিসেম্বর এক্সসেলেসেন ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি এন্ড কার্ডিয়া সার্জেন্ট ইন রুরাল বেঙ্গল এবং বেস্ট সুপার স্পেসালেটি কার্ডিওলজি হসপিটাল অফ দা ইয়ার পায় টেরেসা।এক বছরের মধ্যে কার্ডিওলজি ভালো কাজ করার জন্য গত ১২ডিসেম্বর নতুন দিল্লির হোটেল শাংরি-লা ইরোস - এ আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাচিভার্স নামক একটি সংস্থ্যা।



নতুন দিল্লির ওয়ার্ল্ড ওয়াইড অ্যাচিভার্সের কাছ থেকে বেস্ট কার্ডিওলজি এওয়ার্ড পায় এই টেরেসা মেমোরিয়াল হাসপাতাল।দুটি সংস্থা থেকেই সার্টিফিকেট এবং এচিভমেন্ট এওয়ার্ড পান টেরেসা। এবং এই এওয়ার্ড পেয়ে অত্যান্ত গর্বিত বলে জানান সৌমেন বাবু। সৌমেন বাবু আরো বলেন আগামী দিনে বর্ধমানের টেরেসা মেমোরিয়াল হাসপাতাল আরো বড়ো কাজ করে আরো ফোকাসে আসতে পারে সেই রকম কাজ করবে।