Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের

প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের

Court


জাতি বৈষম্য অপমানসূচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী উনিশে জানুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সশরীরে হাজিরার নির্দেশ দিলো সিউড়ি আদালত মঙ্গলবার। 


বিশ্বভারতী আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, "বিদ্যুত চক্রবর্তী অবসরগ্রহণের পর দিল্লিতে থাকেন । আগামী উনিশে জানুয়ারি সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত ।" 


অভিযোগকারীর আইনজীবী রনজিৎ গাঙ্গুলি বলেন, "উনিশে জানুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত । সেইদিন হাজির নাহলে কঠোরতম ব্যবসথা নেবে আদালত ।"



শর্তসাপেক্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দোপাধ্যায়, ইন্টারনাল অডিট অফিসার প্রশান্ত ঘোষ এবং সহ কর্মসচিব তন্ময় নাগের জামিন মঞ্জুর করেছিল সিউড়ি আদালত তেরো অক্টোবর । 


প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যানড রিসার্চ বিভাগের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার প্রশান্ত মোশরাম কর্মক্ষেত্রে পদোন্নতি আটকাতে অপমানজনক মন্তব্য করেছিলেন উপাচার্য সহ চার আধিকারিক । শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রশান্ত মোশরাম । পাঁচই জুলাই প্রশান্ত মোশারামের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । একত্রিশে আগস্ট উপাচার্য সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code