দিনহাটা ১ নং চক্রে আজ শেষ হলো বিহান কর্মশালা


Bihan workshop ended today in cycle 1 of Dinhata



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

আজ দিনহাটা ১নং চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয় এবং এস এস কে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ৪ দিনের বিহান কর্মশালা শেষ হল।

শিশুর শিক্ষার মূল উদ্দেশ্য শুধু তার পুথিগত শিক্ষা নয়। তার সর্বাঙ্গীণ বিকাশ সাধনই হল শিক্ষার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য পৌঁছতে শিক্ষার মানোন্নয়ননে বিভিন্ন কর্মসূচি সরকারি ভাবে প্রায়শই লক্ষ করা যায় ।

বিহাণ কর্মশালা বিশেষত প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের শিক্ষার প্রথম পাঠ বিষয়ে। দিনহাটা ১ সার্কেলের সকল শিক্ষক এই কর্মশালায় ধাপে ধাপে অংশগ্রহণ করে। ছোট শাকদল নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালা হয়।

মূলত প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পঠন কৌশল এবং "বিহান" পাঠ্যপুস্তকের উপর ছিল এই প্রশিক্ষণ কর্মসূচি।

এ বিষয়ে শিক্ষক মানস বৈষ্ণব জানান " ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪ দিন প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়ে অনুষ্ঠিত হল বিহান কর্মশালা । এধরনের কর্মশালা শিক্ষকদের পাঠদানে যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি"

এ বিষয়ে শিক্ষক সুশান্ত চন্দ্র বর্মন জানান " প্রাথমিক শিক্ষার উপর মোট ৪ দিনের কর্মশালা দিনহাটা ১ নং চক্রের সমস্ত প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হল । এই কর্মশালার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানের বিভিন্ন পন্থা উদ্ভাবন করতে শিখবে, পাশাপাশি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক স্তরের শিশুদের আনন্দ ঘন পরিবেশে বাস্তব মূখী শিক্ষার সঙ্গে তাদের পরিচিতি ঘটবে। "

এই কর্মশালায় উপস্হিত ছিলেন দিনহাটা ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দ্রাবিড় দাস, শিক্ষক কৃষ্ণ সাহা, মিহির সরকার সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা গন।